স্পোর্টস ডেস্কঃ আগের দিন ছিল বৃষ্টির দাপট। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে মাত্র ১০ ওভার খেলতে পেরেছিল। সেই ১০ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলেছিল পাক শিবির। সব মিলিয়ে শ্রীলঙ্কার করা ১৬৬ রানের জবাবে ২ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান দল।
আর সেই রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে পাকিস্তান। এদিন দিন শেষে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়েছে দলটি। ১৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৬৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ইতিমধ্যেই লিড দাঁড়িয়েছে ৩৯৭ রানে। এদিন বিশ্ব রেকর্ড গড়েছেন সৌদ শাকিল। আর ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন আব্দুল্লাহ শফিক। সেঞ্চুরি হাঁকিয়েছেন আঘা সালমান।
তৃতীয় দিনের শুরুতে খুব বেশি সময় খেলতে পারেননি অপরাজিত থাকা অধিনায়ক বাবর আজম। ৩৯ রান করে আউট হন মধ্যাহ্ন বিরতির অনেক আগেই। এরপর শাকিলকে নিয়ে জুটি বাঁধেন ওপেনার শফিক। দুজনের সেই জুটি থামে স্কোরবোর্ডে ১০৯ রান যোগ করার পর। দলীয় ৩১৯ রানের শাকিল বিদায় নিলে জুটি ভাঙে।
তবে আউট হওয়ার আগে ৫৭ রানের এক ইনিংস খেলে যান শাকিল। আর এতেই নতুন বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ক্যারিয়ারের প্রথম সাত টেস্টেই ফিফটি করা প্রথম এবং ব্যাটার এখন তিনি। ছাড়িয়ে গেছেন টানা ছয় টেস্টে ফিফটি করা ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, স্বদেশী পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের যৌথ রেকর্ডকে।
শাকিলের বিদায়ের পর উইকেটে আসেন সরফরাজ আহমেদ। তবে তিনি বেশি সময় টিকতে পারেননি। মাথায় আঘাত পান আসিথা ফার্নান্দোর এক বাউন্সারে। এতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর উইকেটে এসে শফিকের সাথে দারুণ জুটি বাঁধেন আঘা সালমান। দুজনে মিলে ১২৪ রানের আরও একটি জুটি গড়েন।
এই জুটি ভাঙে শফিকের বিদায়ে। তবে এর আগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে যান শফিক। ৩২৬ বলে ১৯ বাউন্ডারি ও ৬ চারের মারে ২০১ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন। এরপর মাথায় আঘাত পাওয়া সরফরাজের পরিবর্তে কনকাশন সাব হিসেবে খেলতে নামেন মোহাম্মদ রিজওয়ান।
রিজওয়ান ও আঘা সালমান মিলে ৯৫ রানের অবিচ্ছিন্ন এক জুটিতে দলকে আর কোনো উইকেট হারাতে না দিয়ে নিরাপদেই দিন পার করতে সহায়তা করেন। এর মধ্যে সেঞ্চুরি হাঁকিয়ে ১৩২ রান করে অপরাজিত আছেন সালমান। আর ৩৭ রানে অপরাজিত রিজওয়ান।
শ্রীলঙ্কার বোলাররা রীতিমতো দিশেহারা। এর মধ্যে আসিথা ফার্নান্দো ৩টি ও প্রভাত জয়সুরিয়া ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post