স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস হারের পরপরই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই আলোচনায় কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক? সাদা পোশাকের নেতৃত্ব কাকে দেবে বিসিব?
অবশেষে এলো সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরনো অধিনায়কেই আস্থা রেখেছে। নেতৃত্ব থেকে সরে যাওয়া শান্তকেই নতুন করে আবারো দায়িত্ব দিয়েছে। বিসিবি বাংলাদেশের এই ক্রিকেটারের সঙ্গে আলাপ করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
কলম্বো টেস্টে হারের পর শান্ত নিজ থেকেই সরে দাঁড়ান। ফলে আয়ারল্যান্ড সিরিজে টেস্টের অধিনায়কত্ব নিয়ে বোর্ডে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত শান্তকেই রাখার পক্ষে মত দেন বোর্ড পরিচালকেরা।
নিজ থেকে সরে গেলেও বোর্ডের সিদ্ধান্তে আবারো টেস্টে অধিনায়কত্ব করবেন শান্ত। আয়ারল্যান্ড সিরিজে দলকে দেবেন নেতৃত্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































