স্পোর্টস ডেস্ক:: শিরোপার লড়াইয়ের আগেই পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াইয়ে হালো বাবর আজমের দল। দাসুন শানাকার দলের কাছে ৫ উইকেটে হেরেছে বাবর আজমের দল। পাকিস্তান অধিনায়কের ফর্মহীনতায় দুশ্চিন্তা বাড়ছে টিম ম্যানেজম্যান্টের।
এশিয়া কাপের শুরু থেকেই ফর্মে নেই বাবর আজম। অথচ এশিয়া কাপ টি-২০ শুরুর আগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের শাসন করেছেন। ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করেছেন। সেই বাবর কিনা দুবাইয়ে গিয়ে ফর্ম হারিয়ে রীতিমতো হতাশায় আছেন।
পাকিস্তানের সমর্থকদের প্রত্যাশা ছিলো ফাইনালের আগে ফর্মে ফিরবেন বাবর আজম। তবে ফাইনালের প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষেও হাসলো না তার ব্যাট। বাবরের ব্যর্থতার দিনে পুরো দলই ব্যর্থ হয়েছে। লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে পাক কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।
পাকিস্তান দল মাত্র ১২১ রানেই গুটিয়ে গেছে। জবাবে খেলতে নামা শ্রীলঙ্কা তিন ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে। বাবর আজম ব্যাট হাতে ৩০ রান করেন ২৯ বলে। সেটিই দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। দুই চারের মার ছিলো পাকিস্তান অধিনায়কের ইনিংসে।
রোববার এই শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ। পাকিস্তান সমর্থকদের প্রত্যাশা ফাইনালে জ্বলে উঠবে বাবরের ব্যাট। বড় তারকা শিরোপার বড় মঞ্চে কেমন করেন সেটি দেখতে হলে অপেক্ষা করতে রোববার পর্যন্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০