স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন উসমান খাজা। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার হয়ে শেষবারের মতো মাঠে নামেন পাকিস্তান-বংশোদ্ভূত এই ব্যাটার।
নিজের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রান করেন খাজা। একটি মাত্র বাউন্ডারি হাঁকিয়ে ইংল্যান্ডের পেসার জশ টাংয়ের বলে আউট হন তিনি। আউট হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে ব্যাট উঁচিয়ে শুভেচ্ছা জানান এবং শেষবারের মতো মাঠে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সৃষ্টিকর্তার কাছে।
দুই ইনিংসে ১৬৩ ও ২৯ রান করে সিডনি টেস্টের প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। আর পাঁচ টেস্টে ৩১ উইকেট ও ১৫৬ রান নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। ৮ উইকেট ৩০২ রান নিয়ে আগের দিন শেষ করা ইংল্যান্ড পঞ্চম দিনে নতুন বল নেয়ার পর খেলতে পেরেছে আর ৮.২ ওভার। ৮৮.২ ওভারে ৩৪২ রানে অলআউট হয় ইংলিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১১০






























