স্পোর্টস ডেস্ক:: পাঁচ গোলের ম্যাচে শেষ মূহুর্তের লড়াই জমিয়ে তুলেছিলো রেড স্টার বেলগ্রেড ও ম্যানচেস্টার সিটি। যে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে পেপ পার্দিওলার শিষ্যরা। ৩-২ ব্যবধানের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচটি জিতেছে সিটি।
গ্রুপ পর্বের ছয়ের ছয় পূর্ণ করেছে আর্লিং হল্যান্ডদের দল। ‘জি’ গ্রুপে ছয় ম্যাচের ছয়টিই জিতেছে দলটি। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গেছে পরের রাউন্ডে। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হয়েছে লাইপজিগ।
লিগে একটি ম্যাচও জিততে না পারা রেড স্টার বেলগ্রেড লড়াইটা বেশ জমিয়ে তুলে। প্রথমার্ধে এক গোলের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে হয়েছে এক হালি গোল।
ম্যাচের ১৯তম মিনিটে মাইকা হ্যামিল্টনের গোলে গার্দিওয়ালার শিষ্যরা লিড নেয় ১-০ ব্যবধানে। পিছিয়ে পড়ে রেড স্টার প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
বিরতির পর লিড বাড়িয়ে নেয় সিটি। ক্লাবের জার্সিতে অভিষেক গোল করেন অস্কার বব। ম্যাচের ৬২তম মিনিটে তার গোলে ম্যান সিটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপরই ব্যবধান কমায় রেড স্টার। ম্যাচের ৭৬তম মিনিটে বিওম ব্যবধান ২-১ করেন।
প্রথমার্ধের শেষ দিকে বিপদ জনক সীমানায় ফাউল করে বসে রেড স্টার বেলগ্রেড। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে কেলভিন ফিলিস আবারো এগিয়ে দেন সিটি। ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারো গার্দিওয়ালার দল। তবে পারেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে বলগ্রেডের গোল করে ম্যাচ জমিয়ে দেন। ৯১তম মিনিটে বেলগ্রেড ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post