স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিলো নেদারল্যান্ডস। তবে শেষ মূহুর্তে দলে দুই পরিবর্তন এনেছে ডাচরা। মূলত ইনজুরির জন্যই দলে পরিবর্তন আনতে হয়েছে নেদারল্যান্ডসকে।
সিরিজ শুরুর আগেই ডাচ দল থেকে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। দু’জনেই ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলবেন না। এছাড়া ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।
তিন ক্রিকেটার দল থেকে বাদ পড়ায় ১৭ বছরের এক কিশোর আসছেন বাংলাদেশ সফরে। মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং নেদারল্যান্ডস জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়াও দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
তরুণ ক্রিকেটার সেড্রিক ডি ল্যাং ডাচদের বয়স ভিত্তিক দলে দুর্দান্ত খেলেছেন। ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করেছিলেন।এই তরুণকে নিয়ৈ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,“একজন তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া সবসময়ই আনন্দের। সেড্রিক পুরো মৌসুমে দারুণ খেলেছে এবং এই ডাক সে প্রাপ্য। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছি।”
নেদারল্যান্ডস টি-২০ দল:: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং , কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০