স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের সাবেক পেসার ও কোচ আকিব জাভেদকে বোলিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কানদের পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন আকিব জাভেদ।
শ্রীলঙ্কা শনিবার জানিয়েছে, এখন থেকেই আকিব জাভেদ কোচের দায়িত্ব পালন করবেন। আগামি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত আপাপতত চুক্তি হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদের নাম ঘোষণা করছে। টি-২০ বিশ্বকাপ শেষের আগ পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন।’
পাকিস্তানের জার্সিতে ১৬৩ ওয়ানডে ও ২২ টেস্ট খেলা জাভেদ ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
এরপর পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। ২০০৯ টি-২০ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের বোলিং কোচও ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ ও বোলিং কোচেরও দায়িত্ব পালন করেন। তার অধীনেই আরব-আমিরাত ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এবং বিশ্বকাপেও খেলে।
আকিব জাভেদ পাকিস্তনাের ঘরোয়া ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করছেন দীর্ঘ দিন থেকে। ২০১৭ সাল থেকে লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। ২০২২ ও ২০২৩ সালে পিএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন লাহোরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post