স্পোর্টস ডেস্ক:: শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ টি-২০ ক্রিকেট। এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি শুরুর আগে এশিয়ার সর্বকালের সেরা টি-২০ একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তাদের সেরা একাদশে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।
এই সেরা একাদশ গঠনে নির্বাচকদের সামনে দু’টি শর্ত ছিলো। একটি দেশ থেকে সর্বাধিক চারজন ক্রিকেটার নেওয়া যাবে এবং আন্তর্জাতিক টি-২০ ম্যাচের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-২০’র পারফরম্যান্স বিবেচনা করতে হবে।
ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়কত্ব থাকছে মহেন্দ্রী সিং ধোনীর হাতে। লঙ্কান কিংবদন্তী সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে থেকে শুরু করে বিরাট কোহলি, শহীদ আফ্রিদীরা আছেন সর্বকালের সেরা একাদশের তালিকায়।
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান অলরাউন্ডার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন একাদশে। টাইগারদের একমাত্র ক্রিকেটার হিসেবে এশিয়ার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। এই একাদশে ভারত থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তারা হলেন- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি এবং জাসপ্রীত বুমরাহ। অন্যদিকে শ্রীলঙ্কা থেকে আছেন তিনজন, সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে এবং লাসিথ মালিঙ্গা।
সেরা একাদশে পাকিস্তান থেকে দু’জন ও বাংলাদেশ থেকে একজন করে সুযোগ পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন পাকিস্তানের সাঈদ আজমল।
সর্বকালের সেরা এশিয়া কাপ টি-২০ একাদশ :
সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































