নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে পেসার তানজিম হাসান সাকিবের।
বাংলাদেশের পক্ষে একটি পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজুর রহমানের বদলে বিশ্বকাপের একাদশে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। অপরদিকে লঙ্কান একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। দিমুথ করুণারত্নে ও দুশান হেমন্তের পরিবর্তে খেলবেন কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা।
এদিকে টসের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব জানান, মুস্তাফিজুর রহমান ফিট নন। তাই সুযোগ পেয়েছেন সাকিব। সাত ম্যাচ বেঞ্চে বসে থাকার পর বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেলেন তিনি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post