স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে আবু ধাবি টি-টেন লিগে জয়ে শুরু বাংলা টাইগার্সের। বুধবার রাতে তারা হারিয়েছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে। শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করেছিল বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১২ রানে থামে নিউ ইয়র্কের ইনিংস।
বাংলা টাইগার্সের হয়ে দারুণ ফিফটি হাঁকিয়েছেন এভিন লুইস। ২ চার ও ৭ ছক্কায় ২২ বলে ঝড়ো ৫৮ রান করে তিনি। আউট হন রামপালের বলে। এছাড়া ১৭ বল খেলে ৩০ রান করেন কলিন মুনরো। শেষদিকে নামা সাকিবের ব্যাটে ৬ বলে আসে অপরাজিত ১৩ রান।
রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউ ইয়র্ক। তাদের বিপর্যয়ের শুরুটা করেন সাকিব। বল হাতে তিনি প্রথম ওভারেই উইকেট নেন মোহাম্মদ ওয়াসিমের। রানের খাতা খোলতেই পারেন নি এই ওপেনার। প্রথম ওভারে মাত্র ৩ রান খরচায় এক উইকেট দখলে নেন অধিনায়ক সাকিব। নিজের দ্বিতীয় ওভারে ৪ রান দেন তিনি। নিউ ইয়র্কের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০