নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেন মুশফিক হাসান। তরুণ এই পেসার ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটের পর সবশেষ সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।
উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজে নতুন বলে তার পেস-সুইংয়ের আগ্রাসন, উইকেট তুলে নেওয়া, প্রশংসা কুড়িয়েছে বেশ। যদিও তেমন বেশি উইকেট পাননি। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে লাল বলে পারফর্ম করেছেন মুশফিক। সবশেষ এনসিএলে ৬ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত মুশফিক। জাতীয় দলে ডাক পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার দেখা হয়েছে সাকিব আল হাসানের সাথে। টেস্ট দলের নিয়মিত অধিনায়ক ইনজুরির কারণে খেলতে পারছেন না আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। তবে মুশফিককে অভিনন্দন জানাতে ভুল করেননি। এক সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই পেসার। সবশেষ ডিপিএলে সাকিবের সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন তিনি।
মুশফিক বলেন, ‘সাকিব ভাই বলেছেন, অভিনন্দন মুশফিক। চালিয়ে যা।’
ডিপিএলে সাকিবের সাথে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে ওভাবে কথা হয়নি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সহায়তা করেছেন। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিতেন, এটা করো, ওটা করো। যেটাই জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post