স্পোর্টস ডেস্ক:: সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামি ৯ নভেম্বর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।
নেপালে আয়োজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথমবারের মতো সাফের শিরোপা জেতা নারী দলকে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দিচ্ছেন। এদিন সকাল ১০টায় মেয়েদের সংবর্ধনা দেবেন ক্রীড়া বান্ধব এই প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের। স্বাগতিক নেপালের নারী দলকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে মেয়েরা। দেশের ফুটবলাঙ্গণে উৎসবের আমেজ এনে দেন সাবিনা-কৃষ্ণারা।
সাফ জয়ের পর দেশে ফেরা নারী দল বীরোচিত সংবর্ধনাও পায়। ছাদখোলা বাসে বীরের সম্মাননায় দেশবাসী করে নেয় মেয়েদের। এরপর বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন বেসরকারি সংস্থাও সংবর্ধনা দেয় সাফ জয়ী মেয়েদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০