স্পোর্টস ডেস্কঃ এবারের মৌসুম শেষেই লিভারপুল ত্যাগ করছেন প্রধান কোচ ইয়ূর্গেন ক্লপ। একইসাথে নিজেরও অলরেডদের ঢেরা ছাড়ার সিদ্ধান্ত নেন ক্লপের সহকারী কোচ পেপ লিনডার্স। লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া লিনডার্স পেয়ে গেছেন নিজের নতুন চাকরি।
অস্ট্রিয়ার অন্যতম জনপ্রিয় ক্লাব সালসবুর্গের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন পেপ লিনডার্স। নেদারল্যান্ডসের ৪১ বছর বয়সী এই কোচের সাথে তিন বছরের জন্য চুক্তি করেছে ক্লাবটি। বুধবার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রাক-মৌসুমের অনুশীলনেই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
২০১৪ সালে লিভারপুলে সহকারী কোচ হিসেবে লিনডার্স যোগ দিয়েছিলেন। প্রথমে রজার্স ও পরে ক্লপের সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে লিভারপুল ছেড়ে একটি ডাচ ক্লাবের দায়িত্ব নিলেও, পরবর্তীতে কয়েক মাস পরই ফের ইংল্যান্ডের ক্লাবটিতে ফিরে আসেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post