স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সিয়াম ও ফারহানের হাফ সেঞ্চুরিতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সালমান, হারিস-রউফদের পাকিস্তান। ফ্লোরিডায় পাকিস্তান জিতেছে ১৩ রানে।
সিরিজের শেষ টি-২০ ম্যাচটিতে আগে ব্যাট করা পাকিস্তান দুই হাফ সেঞ্চুরিতে ১৮৯ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৬ রানে থেমেছে।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান দুই ওপেনার সিয়াম ও ফারহানের ব্যাটে দারুণ শুরু করে। ক্যারিবিয়ান বোলারদের তুলোধুনো করে দু’জনে গড়েন ১৩৮ রানের জুটি। তিন চার ও পাঁচ ছক্কায় ৫৩ বলে ৭৪ রানে ফারহান সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি।
ফারহানের বিদায়ের পর উইকেটে আসা হাসান নিয়াজ ১৫ রানে ও মোহাম্মদ হারিস ২ রানে রানআউটে কাটা পড়েন। শেষ ব্যাটসম্যান হিসেবে সিয়াম ৬৬ রান করে ১৯তম ওভারের শেষ বলে ফিরেন প্যাভেলিয়নে। চার চার ও দুই ছক্কায় ৪৯ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। পাকিস্তান চার উইকেটে ১৮৯ রানে থামে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জসন হোল্ডার, রোস্টন চেজ ও জোসেফ ১টি করে উইকেট লাভ করেন।
১৯০ রানের টার্গেটে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। জুয়েল অ্যান্ডু ও অ্যাথানেজ ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৯ রান তুলে দলটি। হাফ সেঞ্চুরি করেন রাদারফোর্ড ও অ্যাথানেজ।
উদ্বোধনী জুটি ভাঙার পরপরই ক্যারিবিয়ানদের রানের গতি থেমে যায়। পাকিস্তানী বোলাররা চেপে ধরেন রাদারফোর্ডদের। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন অ্যাথানেজ। ৪০ বলের মারমুখী ইনিংসে আট চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। আরেক হাফ সেঞ্চুরিয়ান রাদারফোর্ড ৩৫ বলে করেছেন ৫১ রান। চারটি চার ও তিনটি ছক্কা ছিলো তার ইনিংসে। ক্যারিবিয়ানরা ৬ উইকেটে ১৭৬ রানে থামে।
পাকিস্তানের হয়ে হাসান আলী, হারিস রউফরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০