স্পোর্টস ডেস্ক:: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ এগিয়ে থেকে শুরু করেছিলো বাংলাদেশ। তবে টি-২০ সিরিজ শুরু করে পিছিয়ে পড়ে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা হেরে বসে সাগরিকায়।
বাংলাদেশ দলের ফেরার লড়াই আজ। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আজ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬ রানের ব্যবধানে হারায় ক্যারিবিয়ানরা। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখে নিজেদের করে নেবে ওয়েস্ট ইন্ডিজ। অপর দিকে লিটনদের আজ টি-২০ সিরিজে টিকে থাকার লড়াই।
চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। বোলাররা দারুণ করলেও ব্যাটিংয়ে ভুগছে বাংলাদেশ। সিরিজে ফিরতে আজ ব্যাট হাতে ভালো করতে হবে টাইগারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
 
			 
                                































