স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ইস্যুতে নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ সফরে আসছে না বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারত। শুক্রবার ভারতীয় গণমাধ্যমের বরাতে এমন খবরই এসেছে দেশের ক্রিকেটে। আগামি আগস্টে তিন ম্যাচের ওযানডে ও টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ভারতের।
তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই এই সফরে ঢাকায় পাঠাবে না জাতীয় দলকে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, পহেলগ্রামে জঙ্গী হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় আসন্ন বাংলাদেশ সফর বাতিল করার চিন্তা ভাবনা করছে বিসিসিআই।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভারত যথা সময়েই বাংলাদেশ সফরে আসবে। বিসিবি ও বিসিসিআই মিলেই আলোচনা করে সিরিজের সূচি প্রকাশ করেছে্। সূচি পরিবর্তনের কোনো কারণ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এই তথ্য জানিয়েছেন।
দেশের একটি গণমাধ্যমকে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘‘সফর যেভাবে হওয়ার কথা আছে সেভাবেই হবে। দুই বোর্ড মিলেই চূড়ান্ত করেছে সুচি। এখানে আর আলোচনার কিছু নেই।’’ ভারতীয় দল এমনিতে খুব একটা দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না বাংলাদেশের সাথে। এমন অবস্থায় ঢাকায় এসে তাদের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার খবরে উচ্ছ্বসিত হয়ে ছিলেন টাইগার সমর্থকেরা। তাদের প্রত্যাশা ছিলো চির প্রতিদ্বন্ধ্বী ভারতের সাথে ঘরের মাঠে লড়াই উপভোগের। কিন্তুু বিসিসিআই ভারত-পাকিস্তান ইস্যূতে বাংলাদেশকেও জড়িয়ে নিচ্ছে।
‘টাইমস অব ইন্ডিয়া’ বিসিসিআই’র সূত্রের বরাত দিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের এমন ভাবনার কথা জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ নিয়ে অবশ্য এখনো কিছু বলেনি। বিসিবির আশা, যথা সময়েই ভারত সিরিজ আয়োজনের।
ইতিমধ্যে বিসিবি ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেখানে প্রথম দুই ম্যাচে লড়াই করবে বাংলাদেশ-ভারত। তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্রগ্রামে, একই ভ্যান্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যচটি শুরু হবে ২৬ আগস্ট। মিরপুরে, বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০