নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট দল গঠণের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সিলেট জেলার তিন উপজেলায় এরই মধ্যে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৮ জেলা দল গঠনের জন্য প্রতিটি উপজেলায় বাছাই কার্যক্রম পরিচালনা করছেন ক্রিকেট বোর্ডের সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া। গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ইতিমধ্যে বাছাই শেষ হয়েছে।
এবার প্রথম উপজেলা পর্যায়ে বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা কোচ রানা মিয়া প্রতিটি উপজেলায় বাছাই কার্যক্রম পরিচালনা করছেন। বাছাইয়ে দারুণ সাড়া মিলছে। প্রতিটি উপজেলায় আগ্রহী কিশোররা বাছাইয়ে অংশ নিচ্ছেন।
পর্যায় ক্রমে সিলেটের বাকী উপজেলা গুলোতেই বাছাই কার্যক্রম অনুষ্টিত হবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত ক্রিকেটাররা জেলা পর্যায়ে চূড়ান্ত বাছাইয়ে অংশ গ্রহণ করবেন। বাছাই শেষে গঠন করা হবে এসব বয়স ভিত্তিক জেলা দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০