নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি ভেসে যায়। ফলে সিরিজটি ২-০ ব্যবধানেই শেষ হয়। আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
নেদারল্যান্ডস সিরিজসহ বাংলাদেশের এক মাসের এশিয়া কাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লিটন। বিশেষ করে, এত ভালো প্রস্তুতি ক্যাম্প আগে কখনও দেখেননি বলেই দাবি তার। লিটন বলেন, ‘সব মিলিয়ে সব দিক থেকেই আমার মনে হয় ইতিবাচক। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, ভালো ক্রিকেট খেলেছে। অনুশীলন তো গুরুত্বপূর্ণ, এর চেয়েও বড় ব্যাপার ম্যাচে আপনি কতটা ডেলিভার করতে পারছেন। ম্যাচ খেললে উন্নতি হয়, গেম সেন্স বাড়ে।’
সিলেটে গতরাতে লিটন আরও বলেছেন, ‘এখন আমার মনে হয়, আমরা খুব ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য। আমরা যে ক্যাম্পটা করেছি, সেটা শুধু এই সিরিজের জন্য নয়, সামনে যতগুলো খেলা থাকবে, সেসবের জন্যও আমরা প্রস্তুত। কারণ, এত ভালো ক্যাম্প আমি কখনও দেখিনি। ফিটনেস তো মিরপুরে থেকেও করা যায়। কিন্তু যে ধরনের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে ধরনের অনুশীলন আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটেই একমাত্র পাওয়া গেছে। এজন্যই আমার মনে হয়, সার্বিকভাবে আমাদের এই ভ্রমণটা ভালো ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০