নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নতুন মৌসুমের প্রথম দিনেই ব্যাট হাতে আলো ছড়ালেন নাঈম ইসলাম। চমৎকার ব্যাটিংয়ে করলেন আরেকটি সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে সেঞ্চুরি করা তুষার ইমরানকে আগেই স্পর্শ করেছিলেন তিনি। এবার তুষারকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন নাঈম।
বিসিএল শুরু হয়েছে মঙ্গলবার। নাঈম ইসলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে খেলেছেন ১০৩ রানের ইনিংস। আজ প্রথম দিন ৬২ ওভারের খেলা মাঠে গড়িয়েছে। ৮ উইকেট হারিয়ে সেন্ট্রাল জোন ২৫৬ রান তুলেছে। নাঈমের এটি ৩২তম প্রথম শ্রেণির সেঞ্চুরি। তার ১৭৫ বলের ইনিংসে ৩ ছক্কার সঙ্গে চার ৬টি।
সেন্ট্রাল জোনের অধিনায়ক সাইফ হাসান তিনে নেমে ৩২ রানের ইনিংস খেলেন। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার তাইবুর ইসলাম ৪০ রান করেন। এছাড়া পেস অলরাউন্ডার শহিদুল ইসলাম খেলেন ৪৭ রানের ইনিংস। ব্যর্থ হয়েছেন দুই ওপেনার নাঈম শেখ ও রনি তালুকদার। জাতীয় দলের র্যাডারে থাকা নর্থ জোনের পেসার মুশফিক হাসান নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post