নিজস্ব প্রতিবেদক:: এক দশকেরও বেশি সময় থেকে সিলেটে নতুন আম্পায়ার তৈরির উদ্যোগ নেয়া হয়নি। দীর্ঘ দিন থেকে আম্পায়ারদের প্রশিক্ষণ ও নতুন আম্পায়ার তৈরির উদ্যোগ না নেওয়ায় ভালো মানের আম্পায়ারের সঙ্কট দেখা দিয়েছে। এক সঙ্গে একাধিক ম্যাচ পড়লে সিলেট জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আম্পায়ার সঙ্কটে পড়ে যায়। ব্যবস্ততার কারণে পুরনো অনেক আম্পায়ার সময়ও দিতে পারছেন না আগের মতো।
সিলেট জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের চিঠি পেয়ে তাই নতুন আম্পায়ার তৈরির উদ্যোগ নিচ্ছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া সংস্থার এডহক কমিটি আয়োজন করতে চাচ্ছে প্রশিক্ষণ কমর্শশালার। যার উদ্দেশ্য নতুন আম্পায়ার তৈরি করা। সে লক্ষ্য সিলেট জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন চিঠির প্রেক্ষিতে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সেই চিঠি অনুমোদনের জন্য পাঠিয়েছে ক্রীড়া সংস্থার আহ্বায়ক, জেলা প্রশাসকের কাছে।
সূত্র জানিয়েছে, জেলা প্রশাসকের অনুমতি ক্রীড়া সংস্থা কর্মশালার আয়োজন করবে। তবে বেশ কিছু দিন হয়ে গেলেও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো সাড়া মিলছে না। এ বিষয়ে জানতে চাইলে বিসিবির এলিট প্যানেলের আম্পায়ার এটিএম ইকরাম এসএনপিস্পোর্টসকে বলেন, আমাদের জেলা কমিটি নতুন আম্পায়ার তৈরির জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে চায়। আমরা অনুমতি চেয়ে চিঠি দিয়েছি ক্রীড়া সংস্থা। এখন ডিসি স্যারের অনুমোদনের অপেক্ষায়।’
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ওয়াহিদ ওমায়ের ‘এসএনপিস্পোর্টস’কে বলেন, ‘সিলেটে আম্পায়ার সঙ্কট রয়েছে। আমরা ভালো মানের আম্পায়ার তৈরির জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে চাই। উদ্দেশ্যে থাকবে ভালো মানের দক্ষ আম্পায়ার গড়ে তুলা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০