নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এসেছে পৌঁছেছে সিলেটে। শুধুমাত্র বাংলাদেশ দল নয়, একইসাথে আফগানিস্তান দলও এসে পৌঁছেছে সিলেট। বুধবার দুপুরের দিকে চায়ের নগরীতে পা রাখে দুই দল।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ ও আফগানিস্তান দল। আর সেই সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছে ২-১ ব্যবধানে। বাংলাদেশ দল সিরিজটি হেরেছে। আর সিরিজ শেষ হওয়ার সাথে সাথে এবার টি-টোয়েন্টির জন্য তোড়জোর।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করেই বুধবার সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টার দিকে এসে পৌঁছায় সাকিব আল হাসান, রশিদ খানরা।
সিলেটে অবতরণ করার কিছুক্ষণ আগেই বৃষ্টি আসে। আর তাই বৃষ্টি মাথায় করেই এয়ারপোর্টের একেবারে কাছে পাঁচ তারকা হোটেল দুই দল উঠে। আপাতত টিম হোটেলে বিশ্রামে কাটাবে দুই দল। আগামীকাল ১৩ জুলাই, বৃহস্পতিবার অনুশীলনে করবে দুই দলই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুলাই, শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post