নিজস্ব প্রতিবেদকঃ নারীদের এশিয়া কাপের ফাইনালে বিধ্বস্ত শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ম্যাচে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত গুঁটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র রানে মাত্র ৬৫ রানেই থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৬৫ রানের বেশি করতে পারতে লঙ্কানরা।
যেভাবে শুরু করেছিল ইনিংস, সেখান থেকে অলআউট হওয়া থেকে মান বাঁচিয়েছে দলটি। দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর, আরও এক রান যোগ করতেই নেই ৩ উইকেট। মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সংগ্রহ বেশ ভালোই অন্তত লঙ্কানদের জন্য।
দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করেছেন দশ নম্বরে নামা ইনোকা রানাভিরা। তিনিই দলকে কোনোমতে পঞ্চাশ পেরোতে সহায়তা করেছেন। এছাড়া ২০ বলে ১ বাউন্ডারিতে ১৩ রান করেন ওশাদি রানসিংহে।
ভারতের হয়ে ৩ ওভার বল করে ১ মেইডেনসহ মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রেনুকা সিং। রাজেশ্বরী ও স্নেহ রানা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা