স্পোর্টস ডেস্ক:: স্থগিত থাকা জাতীয় ক্রিকেট লিগের টি-২০ টুর্নামেন্ট এবার শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সূচিতে আগামি ২৬ সেপ্টেম্বর থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সবগুলো দলকেও জানিয়ে দেয়া হয়েছে নতুন সূচি।
গত ১৪ সেপ্টেম্বর থেকে বগুড়া ও রাজশাহীতে লিগ শুরু হয়। তবে বৃষ্টির কারণে বগুড়ায় একটি ম্যাচও হয়নি। বাধ্য হয়ে ক্রিকেট বোর্ড বগুড়া সব ম্যাচ রাজশাহীতে সরিয়ে নেয়। সেখানেও বৃষ্টির কারণে লিগের ম্যাচ হয়নি। এক পর্যায়ে ক্রিকেট বোর্ড জাতীয় লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেয়।
তবে এবার আবহাওয়ার উন্নতি হওয়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো সরিয়ে আনে বিসিবি। সিলেটের দুই মাঠে আগামি ২৬ সেপ্টম্বর শুক্রবার থেকে জাতীয় লিগের খেলা আবারো শুরু হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে প্রতিদিন একটি করে ম্যাচ হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০