নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতে একশো পেরিয়ে অলআউট হয়ে গেল নেদারল্যান্ডস। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে গুঁটিয়ে গেছে ডাচরা। টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিততে টাইগারদের দরকার ১০৪ রান। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে লিটন দাসের দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় ইনিংস এখন নেদারল্যান্ডসের। এর আগের রেকর্ডগুলোতে নাম ছিল সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের। ২০১৪ বিশ্বকাপে আরব আমিরাত ৯ উইকেটে করে ১১৬ রান। আর ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান করে ১১৬ করে ৭ উইকেটে। এবার এই দুই দলকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো ডাচরা।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। স্কোরবোর্ডে ১৪ রান যোগ হতেই ম্যাক্স ও’দউদ-এর উইকেট হারায় সফরকারীরা। বোলিংয়ে এসেই বাংলাদেশকে উইকেট এনে দেন স্পিনার নাসুম আহমেদ। একাদশে সুযোগ পাওয়া এই স্পিনারের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৮ রান করেন ম্যাক্স। পরের বলে তেজা নিদামানুরু দেন পারভেজ হোসেন ইমনকে ক্যাচ। রানের খাতা খোলার আগেই তিনি ফেরেন সাজঘরে।
পাওয়ার প্লেতেই নেদারল্যান্ডসের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। ষষ্ঠ ওভারে বিক্রমজিৎকে ফেরান তাসকিন। ১৭ বলে ৪ চারে ২৪ রান করে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন বিক্রমজিৎ। মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসেই পান উইকেটের দেখা। তৃতীয় বলে ফেরান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। ১১ বলে ৯ রান করে ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। শেষ উইকেট জুটিতে ড্যানিয়েল ডোরামকে সাথে নিয়ে এগিয়েছেন আরিয়ান দত্ত। ২৪ বলে ৩০ রান করে দলের ১০৩ রানের মাথাতে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন আরিয়ান। তাকে ফেরান শেখ মেহেদী হাসান। ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট তোলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০