নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে ঘরের মাঠে সিলেটে লড়ছে ঢাকার বিপক্ষে। কক্সবাজারে রংপুরের বিপক্ষে লড়ছে ময়মনসিংহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষায় আছেন সিলেটের মুশফিকুর রহিম। রংপুরের বিপক্ষে বড় রানের পর বল হাতেও দুর্দান্ত ময়মনসিংহ।
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে ঢাকা নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায়। সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৩ চারে ২৭২ বলে ১২২ রান করেন এই সেঞ্চুরিয়ান। ৯৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন সুমান খান। সিলেটের হয়ে এবাদত ও খালেদ তিনটি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নামা সিলেট তৃতীয় দিন শেষ করেছে সাত উইকেটে ২৬০ রান তুলে। পিছিয়ে আছে ৫০ রানে। ৯৩ রান হাঁকিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। শেষ দিনে সেঞ্চুরি দেখা যেতে পারে এই তারকার ব্যাটে। ৫ রানে অপরাজিত থাকা এবাদত, ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা খালেদ ও নাবিল সামাদদের নিয়ে শতকের ঘরে পৌঁছে লিড নেওয়ার চেষ্টা করবেন জাতীয় দলের এই তারকা। এছাড়াও ৪৩ রান করেছেন জাকির হাসান। ৩০ রান করেছেন শামসুর রহমান। ঢাকার হয়ে এনামুল ও রিপন ২টি করে উইকেট লাভ করেছেন।
এদিকে অন্য ম্যাচে কক্সবাজারে রংপুরের বিপক্ষে শক্ত অবস্থানে ময়মনসিংহ। আগে ব্যাট করা ময়মনসিংহ রবিন, নাঈম ও মজিদের তিন সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ১৩ চার ও ২ ছক্কায় ২২৮ বলে ১২৭ রান করেছেন রবিন। নয় বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ১৬৩ বলে ১১১ রান করেছেন নাঈম শেখ। ১১৯ রান করে অপরাজিত ছিলেন মজিদ। ১৮৬ বলের ইনিংসে দশ চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৬৫ রান করেছেন শুভাগত হোম।
রংপুরের হয়ে বাবু ও হাশিম ২টি করে উইকেট লাভ করেন।
বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ব্যাট করতে নামা রংপুর চাপে পড়েছে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত শুরু ময়মনসিংহের। ১৮ রানেই দুই উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে রংপুর বিভাগীয় দল। ১৪ রানে মিম ও ২ রানে মামুন ফিরেছেন সাজঘরে। ময়মনসিংহের হয়ে রাকিবুল ও শুভাগত হোম একটি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































