নিজস্ব প্রতিবেদক:: নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ দলের প্রস্তুুতি ম্যাচে ৬৭ রানে জিতেছে সৌম্য, রবিন-জাকের আলীদের সবুজ দল। লাল দলকে ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে সৌম্যরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা সবুজ দল সৌম্য সরকার, রবিন ও জাকের আলী অনীকের শেষের ঝড়ে ২০৩ রানের পূঁজি গড়ে। জবাবে খেলতে নামা লাল দল ১৩৬ রানে গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা সবুজ দল ৫ উইকেটে ২০৩ রান করে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন রবিন। ২৭ বলের ইনিংসে সাত চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। তিন চার ও দুই ছক্কায় ২৯ বলে ৪১ রান করেছেন সৌম্য সরকার। শেষ দিকে নেমে জাকের আলী অনীক ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২৩ বলের ইনিংসে তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ১৭ রান করেন মেহদী।
লাল দলের হয়ে খালেদ তিনটি, হৃদয় ও মুস্তাফিজ একটি করে উইকেট লাভ করেন।
২০৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে লাল দল মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায়।
বিস্তারিত আসছে…
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০