নিজস্ব প্রতিবেদক: সিলেটে মাঠে গড়াচ্ছে স্কুল ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সিলেট অঞ্চলের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬টি স্কুল অংশ নেবে এবারের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে। গতরাতে সিলেটে স্কুল ক্রিকেটের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সার্বিক সহযোগিতায় আয়োজিত হচ্ছে স্কুল ক্রিকেট।অংশগ্রহণকারী স্কুলগুলোর ১৬ অধিনায়কদের উপস্থিতিতে জার্সি ও ট্রফি উন্মোচন করেন বিসিবি সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান এ এস এম রকিবুল হাসান এবং বিসিবি পরিচালক রাহাত শামস। উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সিলেটের ক্রিকেট সংগঠকরা।
এ সময় আতশবাজির ঝলকানিতে উৎসবমুখর হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। বিসিবি সভাপতি তার বক্তব্যে সিলেট রিজিওনাল ক্রিকেট সেন্টারের (আরসিসি) কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে তিনি বলেন, তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করার আগে বিসিবি পরিচালকের আরও সতর্ক হওয়া দরকার ছিল। বুলবুল বলেন, ‘একজন জাতীয় দলের অধিনায়ক যেভাবে আমরা দেখেছি ও যেভাবে সে পারফরমেন্স করেছে, তাকে নিয়ে এভাবে মন্তব্য করার আগে চিন্তা করা উচিত ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১১০






























