নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টের প্রথমদিনে তিনশ পার করল বাংলাদেশ। মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১০ রান করে প্রথমদিনের খেলা শেষ করেছে টাইগাররা। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৮৬ রান করেন এই ডানহাতি ব্যাটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ৩৯ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওপেনার জাকির হাসান। এরপরে নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় হাল ধরার চেষ্টা করেন। ব্যক্তিগত ৩৭ রান করে আউট হন শান্ত। এরপরে মুমিনুল হক এসে জয়কে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। জুটিতে ৮৮ রান হলে আউট হন মুমিনুল। তিনি ফেরেন ৩৭ রান করে।
মুমিনুল আউট হলে সেঞ্চুরির আশা দেখানো জয়ও আউট হন। তিনি ৮৬ রান করে ইশ সোধির বলে আউট হয়েছেন। তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। এরপরে চা বিরতি শুরু হয়। ফিরে এসে উইকেট হারানোর প্রতিযোগিতায় নামে বাংলাদেশ। ১২ রান করে মুশফিকুর রহিম, ২৪ রান করে অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ও ২০ রান করে মেহেদী হাসান মিরাজ আউট হন।
৩ চারে ৫৪ বলে ২৪ রান করে ফিরেন অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু। নুরুল হাসান সোহান ২৮ বলে ৫ চারে করেন ২৯ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস। ২টি করে উইকেট নেন অ্যাজাজ পাটেল ও কাইল জেমিসন। আগামীকাল ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post