নিজস্ব প্রতিবেদক: গত ২ জানুয়ারি পর্যন্ত এবারের বিপিএল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও শোক দিবসের কারণে স্থগিত হওয়া ম্যাচের কারণে পুরো বিপিএল সূচিতে পরিবর্তন আনে বিসিবি। নতুন সূচিতে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে।
এদিকে বিপিএল নতুন সূচির ম্যাচগুলোয় নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) গতকাল একটি চিঠি দিয়েছে তারা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে চিঠি দেয় তারা। সিলেট বিপিএল থেকে পুলিশ প্রত্যাহার করা প্রসঙ্গে সিলেট বিভাগের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে লেখা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। বিসিবিও বিকল্প নিরাপত্তার সন্ধান করছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অগ্রাধিকার। এদিকে বিপিএলের নতুন সূচির ব্যাপারে তেমন কোনো গুরুতর প্রস্তাব পুলিশ পায় নি বলে জানা গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এই মুহূর্তে বিপিএল সিলেট থেকে সরানোর সুযোগ নেই। ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ খেলে ঢাকা পর্বে যেতে হবে। বোর্ড থেকে সব ধরনের বিকল্প খোঁজা হচ্ছে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। আশা করি, সমস্যা হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































