নিজস্ব প্রতিবেদক:: সিলেট লিগে ইতিহাস গড়লো জিমখানা। ওয়ানডে ম্যাচে ৪৫৭ রান করেছে দলটি। সিলেট ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাবটি লিগের সবচেয়ে সাফল্যময় ক্লাব। একাধিকবার টানা চ্যাম্পিয়নের ‘রেকর্ড’ গড়া ক্লাবটি এবার সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে।
তরুণদের ক্লাব ওয়ান্ডারার্সের বিপক্ষে জিমখানা সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার রীতিমতো ঝড় তুলে। ঘন কুয়াশার কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় আম্পায়াররা ৪৭ ওভারে ম্যাচ নির্ধারণ করেন। নির্ধারিত ওভারে রিয়াদের সেঞ্চুরি, সায়েমের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস আর সাদী ও গালিবের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪৫৭ রান তুলে দলটি।
পাওয়ার প্লের সময়েই দেড়শোর ঘরে পৌছে যায় জিমখানা। ৭ ওভারের উদ্বোধনী জুটিতে সিয়াম ওস সাদী তুলে নেন ১১৫ রান। মাত্র ৩১ বলে ৯২ রানের ইনিংস খেলে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেন সিয়াম। সাত চার ও নয় ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ৫৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফিরেন অন্য ওপেনার সাদী। তিন ছক্কা ও চারের দৃষ্টিনন্দন্ ইনিংস খেলেন এই ওপেনার।
দুই ওপেনারের বড় ইনিংসের পর গালিবও খেলেন বড় ইনিংস। পাঁচ ছক্কা ও আট চারে ৬৬ বলে ৮৮ রান করেন তিনি। রিয়াদ খান সেঞ্চুরি হাঁকিয়ে থাকেন অপরাজিত। ৮৬ বলে ১৩২ রানের ইনিংসে ১৩ চার ও ৪ ছক্কা হাঁকান এই তরুণ। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৪৫৭ রানে থামে দলটি।
ওয়ান্ডারার্সের হয়ে বাপ্পি ও ফাহিম ২টি করে উইকেট লাভ করেন।
৪৫৮ রানের টার্গেটে খেলতে নামা ওয়ান্ডারার্স তারকা খচিত জিমখানার বোলিং তোপে পড়ে ২৫.৩ ওভারে মাত্র ৬১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন অভিষেক। ১০ রান করেন নজরুল।
জিমখানার হয়ে রাহিন ৫টি, গালিব ও সজিব ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































