নিজস্ব প্রতিবেদক:: সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ জয়ে শুরু করেছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। সিলেট জেলা স্টেডিয়ামে অ্যাপেলো ইলেভেন ক্লাবকে ৯৮ রানের ব্যবধানে হারিয়েছে দলটি।
টস জিতে ব্যাট করতে নামা বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র মাছুমের হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানে অলআউট হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন মাসুম। ১০৫ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ২৯ বলে ২৯ রান করেছেন সাজন। ২৭ বলে ১৮ রান করেছেন মাহদী।
অ্যাপেলো ইলেভেন ক্লাবের হয়ে আফজল ৫টি ও মুরাদ ৩টি উইকেট লাভ করেন।
১৬৯ রানের টার্গেটে খেলতে নামা অ্যাপেলো ইলেভেন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের বোলিং তোপে মাত্র ২৩.৩ ওভারে ৭০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন রায়হান। ১১ রান করেন রাকিব।
বীর বিক্রমের হয়ে শাকিল চারটি, হাম্মাদ ও শাকিল দু’টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ সেরা মাসুমের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার পাপলু দত্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































