নিজস্ব প্রতিবেদক:: সিলেট প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার রীতিমতো গোল উৎসব হয়েছে। দিনের দুই ম্যাচে গোল হয়েছে ১০টি। তাতে বড় জয় পেয়েছে সিলেট ইউনাইটেড ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে দু’টি ম্যাচই হয়েছে এক তরফা।
দিনের প্রথম ম্যাচে সিলেট ইউনাইটেডের মুখোমুখি হয় গ্লোরিয়ার্স স্পোটিং ক্লাব। ম্যাচে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। জয়ী দল ইউনাইটেডের কবির জোড়া গোল করেন। একটি করে গোল করেন সোহাগ ও নূর।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ক্রীড়া চক্র ও সিলেট স্পোটিং ক্লাব। ছয় গোলের ম্যাচটিতে আবাহনী স্পোটিং ক্লাব জিতে ৫-১ গোলের ব্যবধানে। আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেন জসিম। একটি করে গোল করেন জায়েদ ও সমুজ। সিলেট স্পোটিং ক্লাবের হয়ে গোল করেন নিশাত।
সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দিনের দু’টি ম্যাচই হয়েছে একতরফা। ইউনাইটেডের কাছে যেমন পাত্তা পায়নি গ্লোরিয়ার্স, তেমনি আবাহনীর কাছেও পাত্তা পায়নি সিলেট স্পোটিং ক্লাব। দুই ক্লাবই রীতিমতো গোল উৎসব করেছে। আবাহনীর জসিম করেছেন হ্যাটট্রিকও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০0