নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তুলকালাম ঘটেছে। ফুটবলার রেফারির উপর হামলা করেছেন। সেনাবাহিনীর উপস্থিতি রেফারির পায়ে ধরে ক্ষমাও চেয়েছেন। এই ঘটনায় তোলপাড় চলছে সিলেটের ফুটবলাঙ্গণে।
ঘটনাটি ঘটেছে ৩১ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে কোয়ারর্টারফাইনালে মুখোমুখি হয় বিশ্বনাথ উপজেলা ফুটবল দল ও দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দল। ‘বির্তকিত’ ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছে দক্ষিণ সুরমা উপজেলা দল। ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন আব্দুর রব সুজন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন বদরুল ইসলাম, হাবিব হাসান কাশেম, আবু সুফিয়ান।
ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনা চলতে থাকে। রেফারি শেষ বাঁশি বাজাতেই বিশ্বনাথের রিজার্ভ বেঞ্চের ফুটবলার জাকির হোসেন রেফারি আব্দুর রব সুজনকে লাথি মেরেন। একাদশে থাকা খেলোয়াড়েরাও রেফারি লাথি মেরে আঘাত করেন। এসময় বিশ্বনাথের ফুটবলারদের আক্রমণে সহকারী রেফারি কাশেমও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্য ও আয়োজকেরা।
ম্যাচ শেষে সেনাবাহিনীর উপস্থিতি ফুটবলার জাকির হোসেন রেফারি সুজনের পায়ে ধরে ক্ষমা চান। আজ সোমবার নিজের ফেসবুকে এক পোস্টেও ক্ষমা চান এই ফুটবলার। এই ঘটনায় তোলপাড় চলছে সিলেটের ফুটবলে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থপনায় একটি টুর্নামেন্টে এভাবে রেফারির উপর হামলার ঘটনায় সমালোচনার ঝড় বইছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০