Home Uncategorized সিলেট স্ট্রাইকার্সের পেসার হান্টে দ্বিতীয় দিন ও থাকছে নতুনদের সুযোগ

সিলেট স্ট্রাইকার্সের পেসার হান্টে দ্বিতীয় দিন ও থাকছে নতুনদের সুযোগ

0

নিজস্ব প্রতিবদেক:: প্রথম দিনের বাছাই শেষ হয়েছে। আগে রেজিষ্ট্রেশন করা তিনশোর মতো পেসার থেকে প্রথম দিন ইয়েস কার্ড পেয়েছেন ৩০ জন। বুধবার দ্বিতীয় দিনও সুযোগ থাকছে নতুনদের জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে রেজিষ্ট্রেশন করে নতুনরাও পারবেন দ্বিতীয় দিন সেরা হওয়ার লড়াইয়ে অংশ নিতে।

প্রথম দিনে প্রায় তিন শতাধিক পেসার থেকে সিলেট স্ট্রাইকার্সের কোচরা প্রথম দিন বেছে নিয়েছেন ৩০ জনকে। বুধবার দ্বিতীয় দিনও পেসাররা অংশ নেবেন সেরা হওয়ার লড়াইয়ে। সকাল ১১টা থেকে নতুন করে আসা পেসারদের বাছাই হবে ১টা পর্যন্ত।

মঙ্গলবারের নির্বাচিত ৩০ জন ও বুধবার নির্বাচিতদের নিয়ে চূড়ান্ত লড়াই শুরু হবে দুপুর দেড়টা থেকে। স্ট্রাইকার্সেরা কোচরা বাছাই করে নেবেন সেরা ১০জন পেসারকে। ফিউচার স্পোর্টস লিমিটেড বাংলাদেশের মালিকানাধীন বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স বিপিএল আসরে দলের সঙ্গী করবে সেরা পেসারদের।

দেশী-বিদেশী তারকা ক্রিকেটারদের নেটে বল করবেন পেসাররা, পাবেন নানা সুযোগ-সুবিধাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স নিজ শহর থেকে খুঁজে নিচ্ছেন প্রতিভাবান পেসারদের।

স্ট্রাইকার্সদের পেসার হান্টে অংশ নিতে তিনশোর মতো পেসাররা রেজিষ্ট্রেশন করেছিলেন। মঙ্গলবার তাদের বাছাই শেষে ৩০ জন পেলেন ইয়েস কার্ড। বুধবারও নতুনদের জন্য সুযোগ থাকছে। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে রেজিষ্ট্রেশন করে তারাও অংশ নিতে পারবেন বাছাইয়ে।

উৎসব মুখর পরিবেশে সিলেটের পেসাররা অংশ নিয়েছেন বাছাইয়ে। তারাও বল হাতে গতির ঝড় তুলতে চান। হতে চান আগামির তারকা। সিলেট স্ট্রাইকার্স তাদের সেই সুযোগ করে দিচ্ছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version