স্পোর্টস ডেস্ক:: তুরস্কে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে আশা দেখাচ্ছিলেন বাংলাদেশের সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। সকালের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দিন শেষে। তাই সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।
১০০ মিটার বাটারফ্লাইয়ে সকালে তিনি সেমিফাইনাল নিশ্চিত করেন। সকালে যে টাইমিংয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন, বিকেলে তার থেকে ভালো করতে পারেননি। ৫৬.৪৫ সেকেন্ড সময় নিয়ে ছিলেন তিনি। আর তাতেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাকে।
ইসলামিক সলিডারিটির ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিতে খেলেছেন ১৬জন সাঁতারু। তাদের মধ্যে বাংলাদেশের নাহিদ হয়েছেন ১৩তম। বাংলাদেশের আরেক সাঁতারু আসিফ রেজাও অংশ নেন একই ইভেন্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০