নিজস্ব প্রতিবেদক:: হারলেই বিদায় নিশ্চিত। জিততে পারলেই মিলবে বিশ্বকাপের শেষ চারে খেলার সুযোগ। এমন বাঁচা-মরার ম্যাচে মঈন আলীদের করতে হবে ১৪২ রানে। আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৪১ রানে থেমেছে।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কার বিধ্বংসী ফিফটিতে মাঝারি পূঁজি সংগ্রহ করেছে। লঙ্কানরা জিতলেই অস্ট্রেলিয়া পাবে সেমির টিকিট। কুশল মেন্ডিস ও নিশাঙ্কার উদ্বোধনী জুটি থেকে শ্রীলঙ্কা তুলে নেয় ৩৯ রান।
ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৪ বলে ১৮ রানে সাজঘরে ফিরেন কুশল মেন্ডিস। অর্ধশতকের আগেই প্রথম উইকেট হারানো লঙ্কানরা দলীয় শতকের আগেই হারায় তিন উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা। দুই চার ও পাঁচ ছয়ে ৪৫ বলে ৬৭ রান করা এই ব্যাটারকে থামান আদিল রশীদ। দলীয় ১১৮ রানে চতুর্থ উইকেটে তার বিদায়ের পরই থেমে যায় লঙ্কানদের রানের চাকা। বলার মতো ২২ রান আসে ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
ইংল্যান্ডের হয়ে মার্কউড ৩টি, বেন স্টোকস, ক্রিক ওয়াকস, আদীল রশিদ ও স্যাম কুরানরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০