স্পোর্টস ডেস্ক:: বাবা স্কুল শিক্ষক। মাসে বেতন মাত্র ১৬ হাজার টাকা। অথচ এক রাতেই স্কুল শিক্ষক বাবাকে কোটিপতি বানিয়েছে ২০ বছর বয়সী ছেলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভাগ্য বদল হয় অনেকের। অনেকেই মিনিট খানেকের ব্যবধানে হয়ে যান কোটিপতি। স্পিন অলরাউন্ডার প্রশান্তের পরিবারের ভাগ্য এবার বদলে গেছে।
আইপিএল নিলাম থেকে চেন্নাই সুপার কিংস স্পিন অলরাউন্ডার প্রশান্তকে কিনেছে ১৪ কোটি ২০ লাখ রুপিতে। অভাব অনটনের সংসারে এখান আশার আলো প্রশান্ত। তার বাবা মাত্র ১২ হাজার রুপিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাংরাদেশী মুদ্রায় যা ১৬ হাজার টাকা কিছু বেশি। আবুধাবিতে গতকাল আইপিএলের নিলামে তাঁকে এই দামে কিনেছে চেন্নাই সুপার কিংস। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার প্রশান্ত এখন পর্যন্ত মাত্র ২টি লঙ্গার ভার্সনের ম্যা খেলেছেন, স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন ৯টি।
নিলামে ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। অথচ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া দুই আনক্যাপড খেলোয়াড়ের একজন হয়ে গেছেন প্রশান্ত! এক দিনেই জীবনের গল্প পাল্টে গেছে তার। চড়া দামে নিলামে বিক্রির পর ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘শুধু আশা ছিল যে কেউ একজন আমার জন্য (দাম হাঁকার নির্দেশক) প্যাডল তুলবেন। ১৪ কোটি রুপিতে সিএসকেতে (চেন্নাই) গিয়েছি—এটা জেনে ধাতস্থ আমার কিছুটা সময় লেগেছে। সবকিছু স্বপ্নের মতো লাগছিল। রিংকু ভাইকে একবার চিমটি কেটে দেখতে বলেছি। আমার পরিবার জীবনেও এত অর্থ দেখেনি। এতে অনেক কিছু চিরকালের মতো পাল্টে যাবে। এই অর্থ দিয়ে আমি কী করব, সেই সিদ্ধান্ত ঘরের মানুষদের, আমার নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































