স্পোর্টস ডেস্ক:: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত জানিয়েছে দলগুলোকে। রাজশাহীতে চলমান এসিএল টি-২০’র আর কোনো খেলা হবে না। দলগুলো নিজ নিজ বিভাগে ফিরে যাবে।
মূলত বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে বলছে, পরবর্তীতে নতুন সূচি ঘোষণা করা হবে। নতুন করে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এনসিএল স্থগিত থাকবে।
বগুড়া ও রাজশাহীতে গত ১৪ সেপ্টেম্বর থেকে এনসিএল শুরুর কথা ছিলো। রাজশাহীতে একদিন ম্যাচ হলেও বগুড়াতে কোনো বলই মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। উদ্ভুুত পরিস্থিতি বিসিবি বগুড়ার ম্যাচগুলো সরিয়ে রাজশাহীতে আয়োজনের সিদ্ধান্ত নেয়। একদিন বিরতি দিয়ে রাজশাহীতে ম্যাচ হওয়ার কথা ছিলো।
তবে আবহাওয়া অনুকুলে না থাকায় ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত থেকেও সরে দাঁড়ালো। পুরো টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করেন “প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































