নিজস্ব প্রতিবেদকঃ কষ্টের জয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার অতিরিক্ত সময়ের প্রথমার্ধে মোজাফ্ফর মোজাফ্ফরভের গোলে চট্টগ্রাম আবাহনীর বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে তারা।
আজকের কোয়ার্টার ফাইনালে অবশ্য খেলা দেখে মনে হয়নি কোনো দলই জেতার জন্য মাঠে নেমেছে। চট্টগ্রাম আবাহনী স্পষ্টতই ম্যাচটা টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় নিতে চেয়েছে। মোহামেডান কয়েকটি আক্রমণে উঠলেও পুরো খেলায় একবারই পরিষ্কার সুযোগ তৈরি করেছিলেন সুলেমান দিয়াবাতে।
নির্ধারিত সময়ের খেলা চলার সময়ই মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। টাইব্রেকারের অপেক্ষাতেও ছিলেন অনেকে। তবে টাইব্রেকারের ভাগ্যপরীক্ষার অপেক্ষায় যাঁরা ছিলেন, তাঁদের কিছুটা হতাশই করেছেন মোজাফফরভ। অতিরিক্ত সময়ে (৯৭ মিনিটে) চট্টগ্রাম আবাহনীর সীমানার ডান প্রান্ত থেকে পাওয়া ফ্রি কিক থেকে অসাধারণ এক শটে বল জালে ফেলেন তিনি। গোল বাঁচাতে গোটা ম্যাচে দারুণ খেলা চট্টগ্রাম আবাহনীর গোলকিপার আশরাফুল ইসলাম রানা কিছুই করতে পারেননি। মোজাফফরভের ডান পায়ে নেওয়া বিদ্যুৎগতির ফ্রি কিকটি তাঁকে বোকা বানিয়ে জাল স্পর্শ করে।
আগামী ১৫ ডিসেম্বর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। ওই দিন দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post