স্পোর্টস ডেস্ক:: শুরু হলো এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর দিনে আফগানিস্তান উড়িয়ে দিয়েছে হংকংকে। উদ্বোধনী ম্যাচে আফগানরা জিতেছে ৯৬ রানের বড় ব্যবধানে।
আবুধাবিতে আগে ব্যাট করা আফগানিস্তান সাদিকুল্লাহ ও আজমত উল্লাহ ওমরজাইয়ের হাফ সেঞ্চুরিতে ১৮৮ রান তুলে। জবাবে খেলতে নামা হংকং আফগান বোলিং তোপে মাত্র ৯৪ রান তুলতে সমর্থ হয়।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দুই ওপেনার সাদিকুল্লাহ আতাল ও রহমানুল্লাহ গুরবাজ ২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৮ রানে গুরবাজের বিদায়ে ভাঙে সেই জুটি। তবে সাদিকুল্লাহ দুর্দান্ত ব্যাট করেন। দলের পক্ষে খেলেন ইনিংস সর্বোচ্চ রানের ইনিংস। ছয় ছক্কা ও তিন চারে ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। আরেক হাফ সেঞ্চুরিয়ান আজমতউল্লাহ ওমরজাই ৫৩ রান করেন। ২১ বলের বিধ্বংসী ইনিংসে পাঁচটি ছক্কা ও দু’টি বাউন্ডারি হাঁকান। ২৬ বলে ৩৩ রান করেন মোহাম্মদ নবী। ৬ উইকেটে ১৮৮ রানে থামে আফগানিস্তান।
হংকংয়ের হয়ে আয়ুশ শুকলা ও কিঞ্চিৎ সাহা ২টি করে উইকেট লাভ করেন।
১৮৯ রানের বড় টার্গেটে খেলতে নামা হংকং আফগান বোলারদের তোপের মুখে পড়ে। ফারুকি-গুলবাদিনদের দুর্দান্ত বোলিংয়ে হংকংয়ের ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েন। দু’জন ব্যাটসম্যান এক অঙ্কের কোটা পেরুতে পারেন। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর হায়াত। ১৬ রান করেন ইয়াসিম মুরতাজা। ৯ উইকেটে ৯৪ রানে থামে দলটি।
আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকী ও গুলবাদিন নাইব ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০