স্পোর্টস ডেস্ক::: প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাওয়া হকির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ দল আগেই নিশ্চিত হয়েছিলো। এবার ষষ্ঠ দলও পাওয়া গেলো। মেট্রো এক্সপ্রেস হকির ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
ছয়টি বিভাগীয় শহরের নামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দেবে বাংলাদেশ হকি ফেডারেশন। একটি শিল্প গোষ্ঠীর আয়োজনে ফেডারেশনের তত্ত্বাবধনে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রুপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক আগেই দল নেওয়ার আগ্রহ প্রকাশ করে।
ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় ছিলো হকি ফেডারেশন। এবার মেট্রো এক্সপ্রেস আগ্রহ প্রকাশ করাতে ছয় দলই হয়ে গেছে। মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে হবে চ্যাম্পিন্স ট্রফির সব ম্যাচ। টি স্পোর্টস সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে।
হকি ফেডারেশন টিক করে দেবে কোনো প্রতিষ্ঠান কোন বিভাগের নামের ফ্র্যাঞ্চাইজি নেবে। তবে একটি দলের জন্য একাধিক প্রতিষ্ঠান আগ্রহী হলেন লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে সেই দল কোন প্রতিষ্ঠান পাবে।
নভেম্বরে বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরিকল্পনা হকি ফেডারেশনের। ছয় দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০