নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টে বিরল আউটের সাক্ষী হলেন মুশফিকুর রহিম। ৪১তম ওভারে কাইল জেমিসনের বলে ডিফেন্স করে সেই বল হাত দিয়ে ছুঁয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের ফিল্ডারদের আবেদনে আম্পায়াররা আউট ঘোষণা করেন। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।জেমিসনের স্টাম্পের ওপর করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক।
সঙ্গে সঙ্গেই আবেদন করেন জেমিসন। অধিনায়ক টিম সাউদিসহ বাকিরাও যোগ দেন এতে। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। তাতে ভাঙল শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ১৫৪ বল স্থায়ী ৫৭ রানের জুটি। টেস্টে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হওয়া অষ্টম ক্রিকেটার মুশফিক। সবশেষ ২০০১ সালে ভারত সফরের টেস্টে ব্যাঙ্গালোরে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হন ইংল্যান্ডের মাইকেল ভন।
ফেরার আগে ৮৩ বলে এক ছক্কা ও তিন চারে ৩৫ রান করেন মুশফিক। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে অহেতুক শটে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। মিচেল স্যান্টনারের গতি কমিয়ে কিছুটা টেনে করা ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন তিনি। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যায় আকাশে। মিড অনে সহজ ক্যাচ নেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ৮ রান করে ফিরেন বাঁহাতি এই ব্যাটার।
মাহমুদুল হাসান জয়কে ফেরান অ্যাজাজ পাটেল। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। কিউই স্পিনার অ্যাজাজের স্টাম্পের ওপর ডেলিভারি অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন জয়। কিন্তু পরাস্ত হন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল যায় শর্ট লেগে, সেখানে কোনো ভুল করেননি টম ল্যাথাম। ২ চারে ৪০ বলে ১৪ রান করেছেন জয়।
পানি বিরতির পরই ড্রেসিং রুমের পথ ধরেন মুমিনুল হক। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। পাটেলের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে কাট করার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু নিখুঁত টার্নে ভেতরে ঢুকে যাওয়া বলে কাট করার মতো জায়গা পাননি তিনি। ব্যাটের নিচের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ৫ রান করেন মুমিনুল।
এরপর দলের বিপদ আরও বাড়িয়ে ফিরেন অধিনায়ক শান্ত। স্যান্টনারের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন তিনি। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারিতে রিভার্স সুইপ করলেও ব্যাটে লাগাতে পারেননি শান্ত। প্যাডে লাগতেই জোরাল আবেদন নিউজিল্যান্ডের ফিল্ডারদের। তাতে সাড়া দেননি আম্পায়ার। ৯ রান করে ফিরেছেন শান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post