স্পোর্টস ডেস্ক:: এএফসি এশিয়া কাপ বাছাইয়েে আগামি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হংকং ও চায়নার বিপক্ষে দুই ম্যাচের ২৮ সদস্যের স্কোয়াডে আছে হামজা, শমিত সোম ও ফাহমিদুলদের নামও। সেরা তারকাদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।
আাজ রোববার বাফুফে দল ঘোষণা করে। হামজা-শমিতদের সঙ্গে আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও আছেন হ্যাভিয়ের ক্যাবরেরার প্রাথমিক স্কোয়াডে। তবে সুযোগ হয়নি কিউবা মিচেলের।
তবে পরীক্ষিত গোলরক্ষক আনিসুল ইসলাম জিকো এবারো দলে নেই। হংকং ম্যাচ সামনে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে হামজার। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন সমিত। আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে আতিথেয়তা দেওয়ার পর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক: মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মোঃ মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তপু বর্মন, মোঃ সাদ উদ্দিন, তারিক রহমান কাজী, মোঃ মেহেদী হাসান, মোঃ রহমত মিয়া, মোঃ শাকিল আহমেদ তপু, মোঃ তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মোঃ আব্দুল্লাহ ওমর সজীব।
মিডফিল্ডার: মোঃ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হামজা চৌধুরী, সমিত শোম, শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফাহমেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, মোঃ শাহরিয়ার ইমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০