স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে বহুল প্রত্যাশিত মিডফিল্ডার হামজা চৌধুরি থাকছেন না এই সফরে। দলে নাম নেই শমিত সোমেরও। ক্লাব ব্যস্ততায় নেপাল সফরে যোগ দিতে পারছেন না তিনি।
কয়েকদিন আগে লিস্টার সিটির হয়ে খেলেছিলেন হামজা। গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহামের বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পান ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলার। যদিও তাঁর চোটটা গুরুতর নয়। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচে থাকা কয়েকজন ফুটবলারকেও রাখা হয়নি নেপাল সফরের।
ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য বুধবার দুপুর দেড়টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বিমান বাংলাদেশ থেকে জানানো হয় ফ্লাইট বিলম্ব হয়ে সন্ধ্যা ৭টায় নির্ধারিত হয়েছে। নতুন ফ্লাইটসূচির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাফুফে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, আর বাংলাদেশ আছে ১৮৪তম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০