স্পোর্টস ডেস্ক:: সেমিফাইনালে উঠে আশা দেখিয়ে ছিলেন বাংলাদেশের সাঁতারু মাহমুদুন নবী নাহিদ। তবে তিনি পারেননি। ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেমিতে ১৩তম হন তিনি। আরেক সাঁতারু আসিফ রেজাকে নিয়েও স্বপ্ন ছিলো। তবে তিনিও পারেননি। আসিফ বাদ পড়েছেন হিটেই।
৪১ জন সাঁতারুর মধ্যে আসিফ রেজা ২২তম হয়েছেন। সোমবার তিনি ৫০ মিটির ফ্রিস্টাইলের হিটে অংশ নেন। ২৪.১ সেকেন্ড সময় নেন তিনি। এর আগে তিনি এইক ইভেন্টে অংশ নিয়ে বার্মিংহামে গমনওয়েলথ গেমসেও বাদ পড়েন হিটে। সেবার তিনি সময় নিয়ে ছিলেন ২৪.৬৭ সেকেন্ড।
তুরস্কে ইসলালিম সলিডারিটি গেমসে সাঁতারে বাংলাদেশের হয়ে অংশ নেই দুই সাঁতারু ব্যর্থ হলেন। অন্য ইভেন্টের মতো এই ইভেন্ট থেকেও শুন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০