স্পোর্টসডেস্ক:: রংপুর রাইডার্সের দেওয়া ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ টপকাতে গিয়েই শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অধিনায়ক লিটন দাস ও তরুণ ব্যাটার, কুমিল্লার দেশীদের মধ্যে সবচেয়ে দামি তারকা তাওহীদ হৃদয় দারুণ এক জুটি গড়ে ফাইনালে তুলেছেন কুমিল্লাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই ১৪৩ রানের সেই জুটিকে নিয়ে কথা বলতে হয়েছে লিটন দাসকে। ভিক্টোরিয়ান্সের অধিনায়ক জানিয়েছেন, হৃদয়ের সঙ্গে জুটিটি তার জীবনের সেরা একটি জুটি।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের দেওয়া ১৮৬ রানের টার্গেট ভিক্টোরিয়ান্সরা ৯ বল হাতে রেখে চার উইকেট হারিয়ে টপকে গেছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। আগামিকাল সেই ম্যাচে জয়ী দলটি ১ মার্চ ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে।
হৃদয়ের সঙ্গে জুটি নিয়ে লিটন দাস বলেন, ‘আমার জীবনে তো সেরা…এমন কখনো হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি। যেভাবে সে ব্যাটিং করেছে সেটা অসাধারণ। নন স্ট্রাইক থেকে দেখতে ভালো লাগছিল। তার থেকে বড় জিনিস, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ করে দেওয়া। আমার মনে হয় সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য। ’
বিদেশী তারকাদের ভীড়ে দুই দেশির এমন ব্যাটিং পারফর্মে মুগ্ধ লিটন দাসও। তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই। সাধারণত আমরা টি-টোয়েন্টিতে বড় বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি যে আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post