স্পোর্টস ডেস্কঃ বাংলা টাইগার্স জয় দিয়ে শুরু করেছে আবু ধাবি টি-টেন লিগ। লিগের উদ্বোধনী ম্যাচে বুধবার দারুণ পারফর্ম করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে খারাপ একটি দিন গেছে আরেক বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। নিজেদের প্রথম ম্যাচে তার দল টিম আবু ধাবিও জিততে পারে নি।
ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজ। মাত্র ২ ওভার বোলিং করে ৪৫ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। পান নি কোনো উইকেট। শেখ জায়েদ স্টেডিয়ামে ৩৩ বলে ৭৭ রানের অতিমানবীয় ইনিংস খেলেন ডেকানের নিকোলাস পুরান, আর তাতেই ডেকানের সংগ্রহ দাঁড়ায় ১৩৪।
ইনিংসের ১৯তম ওভারে পুরান ৩ ছয় ও ২ চারের সাহায্যে তুলেন ২৭ রান। সেই ওভারে বোলার ছিলেন মুস্তাফিজ। এর আগে নিজের প্রথম ওভারে তিনি দেন ১৮ রান। পুরানের ঝড়ো ফিফটির পর ১২ বলে ২৩ রান করেন তার স্বদেশী ওডিন স্মিথ।
লক্ষ্য তাড়ায় নেমে ৯৯ রান করতেই শেষ হয়ে যায় টিম আবুধাবির ইনিংস। জেমস ভিনস ও ফ্যাবিয়ান অ্যালেন জ্বলে ওঠলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। ১৯ বলে ৩৭ রান করেন ভিনস। অ্যালেনের ব্যাট থেকে ১৩ বলে ২৬। ৩৫ রানের জয় পায় ডেকান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০