স্পোর্টস ডেস্ক:: ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে চালু হচ্ছে ক্রিকেট। কিন্তুু শুরুতেই বিপত্তি বেঁধেছে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে। অলিম্পিকের নিয়ম অনুযায়ী স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অংশ নিতে পারবে। কিন্তুু ওয়েস্ট ইন্ডিজের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ১৩টি। ছোট ছোট ১৩ স্বাধীন নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
অলিম্পিকের ক্রিকেটে অংশ নেবে ৬টি দল। ছেলে ও পুরুষ দুই বিভাগেই ক্রিকেট হবে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ থেকে কোন দল অংশ নেবে এ নিয়েই চলছে জল্পনা কল্পনা। এই প্রশ্নের উত্তর আইসিসির কাছে চেয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ নেই, ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ নামে দলে খেলে জ্যামাইকা, বার্বাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানাসহ মোট ১৫টি দেশ ও ভূখণ্ডের ক্রিকেটাররা। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দলের খেলার সুযোগ নেই।
এমন পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে চিঠি লিখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। সিডব্লুআইয়ের সভাপতি কিশোর সোয়ালো এক বিবৃতিতে বলেছেন, ক্যারিবীয় অঞ্চলের অ্যাথলেটরা অলিম্পিকে তাঁদের নৈপুণ্য দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। তরুণ ক্রিকেটারদের যেন সেই সুযোগ থেকে বঞ্চিত করা না হয়।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ওয়েস্ট ইন্ডিজের একটি স্বাধীন–সার্বভৌম দেশকে সুযোগ করে দিতে দুটি সমাধান প্রস্তাব করেছে সিডব্লুআই।
১. ওয়েস্ট ইন্ডিজে অভ্যন্তরীণ টুর্নামেন্টের মাধ্যমে একটি দ্বীপ দেশকে বেছে নেওয়া।
২. সার্বভৌম সদস্যদেশগুলোর জন্য আইসিসি কর্তৃক একটি বাছাইপর্ব আয়োজন করা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০