স্পোর্টস ডেস্ক:: সিরিজের প্রথম টেস্টে জিততে খুব কষ্ট করতে হয়নি নিউজিল্যান্ডকে। বুলাওয়েতে প্রথম টেস্টটি নিউজিল্যান্ড জিতে নিয়েছে মাত্র ১৪ বলে। জিম্বাবুয়ে অবশেষে ইনিংস হার এড়িয়েছে। মাত্র ৮ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে নিউজিল্যান্ডকে হারাতে হয়েছে এক উইকেট।
সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করা জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩০৭ রান তুলে। পিছিয়ে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ইনিংস হারের শঙ্কায় ছিলো। তবে ১৬৫ রান করে কোনোমতে ইনিংস হার এড়ায়। ব্ল্যাকক্যাপসদের লক্ষ্য দেয় ৮ রানের।
তৃতীয় দিনে এসে শেষ হওয়া ম্যাচটিতে নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে দলটি ৬০.৩ ওভারে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ৩৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৩০ রান করেন তাফাজাওয়া।
জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ডেরিল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাটে চড়ে ৯৬.১ ওভারে ৩০৭ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেন ডেভন কনওয়ে। ১৭০ বলের ইনিংসে বারটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ডেরিল মিচেল করেন ৮০ রান। ১১৯ বলের ইনিংসে এক ছক্কা ও পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি।
পিছিয়ে পড়া জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৭.১ ওভারে ১৬৫ রান তুলে। সর্বোচ্চ ৪৯ রান করেন শেন উইলিয়ামসন। ১৯ রান করেন ব্লেসিং মুজারাবানি। ১৮ রান আসে বেনেটের ব্যাট থেকে।
মাত্র ৮ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ড ২.২ ওভারে দুই বাউন্ডারিতে লক্ষ্যে পৌঁছে চায়। চারটি করে রান সংগ্রহ করেন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০