নিজস্ব প্রতিবেদক:: সিলেটে অনুষ্টিত হতে যাওয়া নেদারল্যান্ডস সিরিজের টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ৬টা থেকে অনলাইনে মিলবে টিকিট।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্টিত হবে ৩০ আগস্ট। আজ প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্ছ ২ হাজার টাকায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজ মাঠে বসে দেখা যাবে।
গ্রীণ গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। গ্রীণ গ্যালারির ডান পাশ্ববর্তী গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। ২ হাজার টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। এছাড়াও ম্যাচের দিন কিছু টিকিট স্টেডিয়ামের বুথেও বিক্রি করা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০